দুঃখ নাই লজ্জা নাই
এসব নাকি থাকতে নাই,
বাপ মা যদি কুছ না জানে
দোষ দেব অাজ কাকে ভাই?
গায় গতরে বড় হবো
গোল গাল অার নধর হবো
পেট ভাসিয়ে ফাস্ট ফুডেতে
বন্ধু নিয়ে অাড্ডা দেব।
বিদ্যা বুদ্ধি শিকেয় তোলা
বই ভর্তি, শূন্য ঝোলা
বর্ণমালায় বর্ণ ক'টি
বলতে মুখে ভীমরি খাব।
পেটে যদি বোমাও মারে
বাক্য প্রসব করব না
অাসলে ঘট শূন্য থাকলে
ভাষা তো অার বেরোয় না।
ফাগুন, বোশেখ, বিজয়, বরাত
সাজ পোষাকের অাহা মরি
মনের গা যে উদোম হয়ে....
সেই গায়েতে লাত্থি মারি।
ভাষা, কৃষ্টি, মূল্যবোধে
মরুভূমির বেজায় টান
হ্যাঁচকা টানে ছিঁড় সে বাঁধন
বিদায় কর এ গ্রহণ কাল।
তা না হলে কাল সকালে
মরবি রে তুই সদলবলে
পড়বি অতল গহীন খাদে
বাংলা ভাষার বিদায় কালে।
অারশাদ ইমাম/একুশের কবিতা/২০১৯