মা যেন সব এই দুনিয়ায়
বাবা কিছু নয়
বাবা ছাড়াই মা এনেছে,
শিশুর মনে হয়।
উপেক্ষিত পিতার আসন
পিতা বিভীষণ
শাসন-ত্রাসন, হর-জীবিকা
জীবন কী ভীষণ!
মায়ের ছবি কোমল অতি
ভোরের শিশির হাসি
পিতা কথা মনে এলেই
জাগে হিক্কা-কাশি।
আদর সোহাগ আহ্বলাদ বা
আবদার যা আছে
মায়ের কাছে গেলেই যেন
দেখবে তৈরি আছে।
পিতা- সে তো বজ্র নিনাদ
এসব তো চলবে না
মা দরদী কোমল মনের
না- তো বলবে না।
বলতে হবে বাবাজানকে
যা হোক শিশুর মনে
দেখেছ কি ভেবে একবার
পিতার ভাগ্য গুণে?
যাদের কথা ভেবে পিতার
রুষ্ট মূর্তি ধারণ
তার পিছনেই মাতার ছায়া
বলতে সেটা বারণ।
অন্তরালের আসল কথা
ক’জন জানতে চায়
পিতা মরে মরুর বুকে
মাতা হিম ছায়ায়।
কাব্য কথা, জীবন গাথা
মায়ের বন্দনাতে
পিতার জায়গা আস্তাবলে
ঘটি বদনা হাতে।
পিতা ছাড়া এই পৃথিবী
কেবল মাতা ময়
পিতা বলে কোন দ্রব্য
ছিলনা নিশ্চয়!
পিতা ছাড়াই মাতা যদি
যীশু আনেন ঘরে
এই পৃথিবীর শুদ্ধ মানুষ
নেবে আপন করে?
পিতা যেদিন শুদ্ধ হবে
সঠিক আসন পেয়ে
এই পৃথিবী্ উঠবে সেদিন
নতুন আলোয় নেয়ে।