কখনো কথা বলিনি, শুনেছি বুদ্ধের শান্তি বাণী
বোধিবৃক্ষ এখনো অাছে কি না জানিনি
তবে লুম্বিনী, অাজ গেরুয়া বস্ত্রের নিচে
কেন এত রক্ত, কেন এত অস্ত্রের ঝনঝনানী?
নিরীহ সন্তান অার মায়ের ঝলসানো প্রাণ
বুদ্ধের অসাড় দেহে কি নতুন জন্মের প্রসব যন্ত্রণা
অামি নির্বাণ প্রস্থতার ভিতর দিয়ে দেখি
স্টোনোলিথিক অর্বিটারের সত্যিকার কুমন্ত্রণা।
তুমি তো এখনো নক্ষত্রলোকে বসে ঠিকই দেখছ
তোমার শিক্ষার অবমাননাকর অপপ্রয়োগ
তোমার জেনেটিক কোডকে স্বয়ংক্রিয়ভাবে
পুনর্জাগরিত করে এসে দেখে যাও বুদ্ধ নরক।।