ধর্ম অামাকে কি শেখাচ্ছে?
যুদ্ধ নাকি শান্তি?
হাত পা অবশ, মাথা ভার ভার,
ঢেকে ফেলেছে ক্লান্তি।
অামি যদি চাই দুইটি রাষ্ট্র,
পাশাপাশি চুপচাপ
কেউ কাউকে ছুঁড়বে না গুলি
নিভে যাবে উত্তাপ;
অামি যদি বলি মানুষ শ্রেষ্ঠ,
হানাহানি তবে কেন?
মনের ভিতরে কঠিন প্রাচীর,
তাকেই সত্য মানো।
প্রকৃত সত্য দূর অতি দূর,
অথচ সরল অতি
হাতে পেতে চাই রাষ্ট্রদন্ড,
নেশায় এ দুর্গতি।
রাজনীতি যদি ধর্মের জামা
গায়ে দিয়ে সাজে অলি
ধর্ম তখন রাজনীতি হাতে
ঘটাচ্ছে নরবলী।
অামি যদি বলি প্যালেস্টাইন, ইজরায়েলও সাথে অাসে
এক শাম ভাই, তিন পুত্র,
মরছে এ ওর কাছে।
কেন মরছে জানে কি তারা
কেনই বা মারছে কাকে?
পিতা যদি একই, পুত্ররা কেন
অস্ত্র উঁচিয়ে রাখে?
হনুমান সেবী রামভক্ত
মারে কি গণেশবাদী?
অথবা কখনো অগ্নি পূজারী
পোড়ে কি শঙ্কর অাদি?
মহাভারত বা মহাসিফ্ফিন-
যুদ্ধ হয়েছে কেনো?
ভিতরে ধর্ম, নাকি অধর্ম,
সত্য কতটা জানো?
মহান স্রষ্টা সৃষ্টি করেন
মহাবিশ্বটাকে,
নগণ্য এই সৃজিত মানব
নাক উঁচু করে থাকে।
অামি যদি বলি অাল অাকসা
অামারই হতে হবে
ইহুদীরা কেন ছেড়ে দেবে পথ
খ্রীষ্টান বলি হবে?
এটাও ওদের প্রার্থনার ঘর
টেম্পল পর্বত
এখানে বসেই মুসা নবী কত
করেছেন সহবৎ!
অামি যদি বলি নয় ওটা কোন টেম্পল-সিনাগগ,
নয় বায়তুল মোকাদ্দাস বা
ঈসায়ী এ্যানালগ;
নয় ঈসা-মুসা, নয় মুহম্মদ, নয় তো দাউদ নবী
নেই তাতে কারো অবদান কোন, ভ্রান্তি বিলাস সবি।
ধর্ম অাসেনি, এসেছে বিধান, মানুষ নামের পুতুল
নাচ করে যায় অদৃশ্য সুতায় সেটাকে নিয়েই উতল।
দশ কমেন্ডমেন্ট, ভার্স বা অায়াত, অদৃশ্য কোন হাতে
মানুষ লিখেছে সকল শব্দ, বিভিন্ন বিষয়ে-খাতে।
স্বর্গচ্যুত হয়েই অাদম
উপহার পায় মাটি,
এই মাটিতেই মিসাইল ছোঁড়?
এ কেমন বজ্জাতি?
অামি যদি বলি বন্ধ করো,
যুদ্ধ পাগল খেলা
হাতে বাইবেল-কোরঅান-তোরাহ্
পাকাবে মহাঝামেলা।
বলবে, "বলেছে ঈশ্বর-খোদা,
ইয়াওয়ে-এলোহিম,
শেষ জামানায় মেসিয়াক-যিশু-
ইমাম মাহদী: তিন;
অাসবে অাবার লড়াই করতে শাম জাতি; কূল রেখে,
শতজন মাঝে বেঁচে যাবে দশ, নব্বই যাবে টেঁসে।
ধর্মগ্রন্থ হাতে নিয়ে বলি
কোরান শ্রেষ্ঠ বই
তার সমতুল অার কিছু নয়
বললেই হইচই।
ধর্ম তোমার বর্ম হয়েছে,
অনুসারী গিনিপিগ,
কাটবে ছিলবে, পুড়বে গিলবে
জ্বালবে দিগ্বিদিক।
তুমিতো কোন ধার্মিক নও, ধর্মগ্রন্থ থেকে
শেখোনি অাসল বোধের ধর্ম, শেখোনি মানবতাকে।
মানুষ না থাকলে কে করবে ইবাদত বন্দনা
মানুষ মরলে ধর্ম মরবে, সেটাও ত মন্দ না।
অারশাদ ইমাম
১৮ মে ২০২১
অপারেশন প্যালেস্টাইন