যুগের হাওয়া বদলে যাবেই সব সময়ই গেছে
আজকে যে জন এগিয়ে আছে কাল সে যাবে পিছে,
যে গাছে আজ বর্ণিল ফুল কাল সে হারা পাতা
আজকে যাকে সতেজ দেখি কাল সে খোলে খাতা,
আজ যদি ঝড় হয় তাতে কি কাল রোদ্দুর হবে
অন্ধকারের কঠিন কালো মেঘও কেটে যাবে,
‘আজ’ কে দেখে হতাশ হয়ে হাল ছেড়োনা ভুলে
‘কাল’ যে তোমার ডিঙ্গি নৌকা ভিড়বে আপন কূলে।
আশায় বসত, আশাই শপথ, আশাই স্বপ্ন বোনে
আশা এবং চেষ্টা দিয়েই পৌঁছবে লক্ষ্য কোণে,
লক্ষ মানুষ খুন করে যে শাসক শাসন পাতে
সময় এসে বদলে দেবে, ফুটো থালা হাতে।
প্রকৃতি এক অমোঘ শাসক জানে না যে, বোকা
এই প্রকৃতিই ন্যায় বিচারক, দেয় না কোন ধোকা,
ভারসাম্য ফিরিয়ে আনে একটু নাড়া দিয়ে
নির্ভয়ে তাই বাঁচ মানুষ, মান-সম্মান নিয়ে।
আরশাদ ইমাম//এই এপ্রিল//তুরস্কে পরিবর্তন।