বাঘা বলে পরব চুড়ি
"নাও" যদি পায় গদি
ভোট হয়েছে সেই যে কবে
মনে তা পড়ে যদি!
ভুলে অাছে, মুখে কুলুপ
বাণী গেছে ভুলে
অাছে কি কেউ চ্যালেঞ্জটাকে
কানে দেবে বলে?
চুড়ি কাঁদছে, শাড়ি কাঁদছে
কাঁদছে শ্রুতিধরে
ছাড়বেনা কেউ বাঘের হাতে
দেবেই চুড়ি পরে।
ভোটের জোটে বাঘার পায়ে
কাঁটা ফোটেনি তো?
কন্যা বাঘে ভোটের মাঠে
বাঘ ভায়া কী ভীত?
বাঘা ভায়ার যোগ্য ছেলে
পুলিশ-জামা গায়ে
চ্যালেঞ্জ দিলেন মাদককে নাশ
করবেন হাত-পায়ে।
না পারলেই সঙ্গী চুড়ি
সবার সামনে পরে
ছেড়ে যাবেন জেলা শহর
তামাক রাজ্য ছেড়ে।
এখন অাবার অপেক্ষা-কাল
মহান চুড়ির অাশায়
না জানি কোন যাদুর বাঁশি
নেশার ঘোরকে ফাঁসায়!
নাকি সবই গরল ভেলকি
ব্যাঘ্র ভায়ার মত!
ভেড়া বলবে,"হাতি রে, শোন
বলতো গভীর কত?
যা খুশি চাই বলুক তারা
যা মন চায় করুক
অামরা শুধু দিন গুনবো
তারা চুড়ি পরুক।
না পরলে খুশিই হবো
এমন ছেলেই চাই
বাংলাদেশের বাঘা বাচ্চা
বাঘাই থাকুক ভাই।।