রোদন সুন্দরী যমুনার জলে
রোদন সুন্দরী যমুনার চোখে
ভেসে ওঠে সুর্যগ্রহনের মতো
পৃথিবী কাঁপানো তোমার মুখের হাসি ।

যমুনার তীর্থে এসে তোমার হাসি
বলে দেয় তুমি সুর্যসেনের মেয়ে
বলে দেয় তুমি সুর্যসেনের উত্তরাধিকার ।

ফুরফুরে হাওয়ায় উড়চ্ছে তোমার হলুদ শাড়ি
হলুদ শাড়িতে তোমাকে বেশি ভালো লাগে  
হলুদ বাংলাদেশের মানচিত্র  
বাংলাদেশ  মহাপ্রাণ সুর্যসেনের  মেয়ে ৷
তুমি বাংলাদেশ  তুমি সুর্যসেনের  মেয়ে ।
তাই -
হলুদ শাড়িতে  তোমাকে এত ভালো লাগে ।