তোমার কপোলের ঝরে পড়া ঘামজলে
আমি ঝিনুকের পেটে জীবন্ত মুক্ত দেখতে পাই
যে প্রবাল কুড়িয়ে আনতে
যে মুক্তার সন্ধানে নাবিক সিন্দবাদ একদিন
হাতের মুঠিতে  জাহাজের মাস্তুলে
প্রচন্ড সামুদ্রিক ঝড়ের মুখে জীবন বাজী ধরেছিলো।
তোমার দাঁত গুলো হীরের তাড়ার মতো
যা দেখে মনে পড়ে আরব্য রজনীর কল্পকাহিনী
যা দেখে মনে পড়ে বিভূতিবাবুর চাঁদের পাহাড় ।

তুমি কি দেখেছো
মাকাল ফলের গায়ে ইলশে গুড়ি বৃষ্টি ?
মাকাল ফলের গায়ে লেপ্টে থাকা
বৃষ্টি দেখে তুমি যে সুন্দর্য অনুভব করো
আমি তোমাকে দেখে সেই সুন্দর্য অনুভব করি।
তোমার মুখখানি এক খানা বুনো আপেল
তোমার ঠোট দুটি হলুদ কমলার কুয়ার মতো
তোমার নাক যেনো হ্যামিলনের বাঁশি
তোমার চুলগুলো টেমসের ঢেউ
অতি হালকা বাতাসে দুলে ওঠে ফুলে ওঠে ।
তোমার মৃণাল হাতের ছোঁয়ায়
আমার জীবন ধন্য
তোমার চোখ যেন মেঘ ও গঙ্গার জলজ প্রপাত
যা ঝরলেই ঝরে পড়ে
অমরাবতীর কোন দেবীর আশির্বাদ  
পৃথিবীর বুকে যা ঝরলেই আবেগে হেসে ওঠে
আবেগে ভরে ওঠে মহাঋষি ভাগীরথ ।