শৈলকুপা  তুমি  চারটি মাত্রায়  কেবল একটি  শব্দ  
শৈলকুপা  তুমি চারটি  অলংকারে কেবল একটি  ছন্দ ।  
অথচ  কি  আশ্চর্য  তবু কি বুঝলেম  তোমায় ?  
অথচ  তবু  কি  জানলেম  তোমায় ?  
কেমনে  তুমি  কেবল  চারটি মাত্রায়
  ধরে আছো  সুদীর্ঘ  কাল ?  
কেমনে  তুমি  কেবল চারটি  অলংকারে ধরে আছো সুনীত  ইতিহাশ ?  
কেমনে  তুমি কেবল একটি  শব্দে একটি ছন্দে  ধরে  আছো  স্মৃতি  আর  
মনীষার অনিন্দ্য পুস্তক ?  
শৈলকুপা  প্রিয় শহর আমার
শৈলকুপা  সপ্তাশ্চর্য্যের  মতো আশ্চর্য জনপদ,  আশ্চর্য লোকালয় আমার
জীবনের তেইশটি  বছরে  দানে ধ্যানে তুমি অনেক  দিয়েছো  আমার ।
তোমার দানে ধ্যানে আমার সমগ্র জীবন তোমার কাছে  ঋনি ।
শৈলকুপা প্রিয় নগর প্রিয় নাগর আমার
আজ  তোমাকে  আমি  কিছু দিতে চাই
আমার যেটুকু  সঞ্চয়  আছে তার সবটুকু তুমি নেও
আমার  চোখের জলে প্রতিফলিত হয়
দু : খের  যে  অণুসুর্য  তার সবটুকু আলো তার সবটুকু সোন্দর্য্য তোমায় দিলাম।  
আমার  কষ্ট  থেকে  তোমাকে দিলাম
প্যারিসের অগণিত শিল্পীর শিল্পের
ঐশ্বর্য  
আমার প্রেম আর অসংখ্য কবিতা থেকে তোমাকে দিলাম  সুর আর সংগীতের বিনম্র শ্রদ্ধা।  

আমার বুক ভাঙা হাহাকার আর নি :শ্বাস থেকে
আমার ব্যথাতুর হৃদয় আর না - পাওয়া দু:খ থেকে তোমাকে দিলাম ইরানী কাব্য আর শিরাজের মর্যাদা।  
শৈলকুপা এবার বলো কতটুকু তুমি পেলে?
কতটুকু শোধ হলো আমার ঋণের বোঝা?