হৃদয়ের ক্ষত তুমি অঝরে রক্ত ক্ষরণ
তুমি কি মিছরির ছুরি? নাকি প্রথম প্রেম?
হতে পারো শিশিরের মিছে ক্ষনণিক মায়া!
তুমি কি বিরহের অমৃত বিষ : রোমান্সের নান্দনিক মৃত্যু?
তুমি কি উত্তরে মাঠ মিঠে পুকুর
হীরের টুকরো জল, শাদা বক ?
ছেলেমনের মহত স্মৃতি বিশাল উদারতা ?
নাকি তুমি যোবনের সংকীর্নতা শুধুই পরকীয়া
অপরম পাপ ?
তুমি কি ডিমের কুসুম বাবলা ডালে হেলে পড়া সুর্য্য
তাপহীন হলুদ সন্ধ্যারাগ ?
নাকি তুমি হাতের তালুতে ধরে রাখা কাঠ কয়লা
চুলোর আগুন ?
তুমি কি মাটির মালশা হেশেলে খড়ির চড়াট ?
নাকি তুমি ঘরের বধু বিলাশী ফুল ?
প্রেয়শী নামে সজানো গোছানো প্রায় মানুশ ?