শাদা পাথরের পেয়ালায় এক ফালি আপেলের মতো
স্বরচিত এপিটাফ পড়ি আর মাঝে মাঝে নিজের অজান্তে
নিজেই চমকে উঠি ! অই দিকে পড়ে আছে সুখের লোকালয় সুখের পৃথিবী । সুখ পাখি তুমি দুরে আছো ভালো আছো ... তুমি নয় নাই কাছে থাকলে ।
দুখ যদি আর্য সত্য তবে দুখই আমার ভালো
দুখই আমার নমস্য দুখই আমার আরাধ্য দেবী ।
প্রেম যদি মিছে মিছি জ্বালাও এমন
প্রেম যদি মিছে মিছি পোড়াও এমন
তবে প্রেম পাখি দুরে যাও প্রেম পাখি উড়ে যাও
উড়াল ডানায় । বিরহ বৃস্টি আনো
বিরহেই আমার সুখের শ্রাবণ ।