আমার বরাবরই এরকম শাদা পাথর
খুবই পছন্দ, আমি জানি পাথরের পাত্রে
জল শুদ্ধি হয়, বিশুদ্ধ নিজেল জলে
আমাদের ফুসফুস আমাদের নিঃশ্বাস
পরিষ্কার হয়, বিশুদ্ধ বাতাশ মানুষের
হৃদয়ের পবিত্রতা আনে ।
আমার বরাবরই এরকম চোখের পর্দার মতো
স্বচ্ছ নিজেল শাদা কালো পাথর খুবই পছন্দ ।
নীলা, রুবি, পান্না, প্রবাল, চুনি কিংবা মুক্ত নহে
এরকম বালুর উপর ভেসে থাকা শাদা কালো পাথর
আমার বরাবরই খুব পছন্দ , পৌরাণিক পৃথিবীর
সিফিসাসের পাপের মতো এ যুগের পাথর চুষে নেয়
জল বালি ও পলিমাটির পাপ। তাই-
আমার বরাবরই এরকম শাদা পাথর
খুবই পছন্দ, আমি জানি পাথরের পাত্রে
জল শুদ্ধি হয়, তাই বিশুদ্ধ ভালোবাসা গড়তে
কোন কোন প্রেমিক কে পাথর হতে হয় ।
প্রেমিক পাথর হলে মানবীর প্রেম হবে রত্ন।
মরা বালি পাথর হয়ে ঝিনুকের পেটে যেমন মুক্ত...
গাছ গুলো সব পাথর হলে পাথর গুলো ছড়াবে
অক্সিজেন, পাথর গুলো ছড়াবে ফুলের সুগন্ধ
হে বৃক্ষ হে প্রেমিক
হৃদয়ের পবিত্রতা আনতে প্রকৃতির বিশুদ্ধতা আনতে
তোমরা একে একে তোমরা ধীরে ধীরে সব
পাথর হয়ে যাও, এরকম শাদা কালো পাথর...