নিরেট পাথর যেমন জলের তোড়ে
ভেঙে পড়ে ভুমি থেকে খসে পড়ে
ভেসে যায় প্রবাহিণীর খর-স্রোতে ।
ঠিক তেমনি
ধ্যান এবং প্রজ্ঞার পরম আলো ছাড়া
নির্মিত কবিতার শ্লোক, কবিতার বাড়ি ঘর
উড়ে যায়, ভেঙে পড়ে ভেসে যায় কাল-স্রোতে
কবিতা তো অশরীরী ভূষণ
অপমানে দেহ থেকে উড়ে যায় খসে পড়ে
ভেসে যায়, ছিড়ে যায়...
সকল চক্রবাল বাসি দেবগণ
সকল ভূলোক বাসি মনুগণ
এমনকি মুনিরাজ বুদ্ধের স্বর্গমোক্ষপদ
সত্যধর্ম শ্রবণ
সব শীল সব শ্লোক সব প্রার্থনার নাম কবিতা
কবিতা তো আদিজ্ঞান
কবিতা তো দু:খ থেকে অদু:খে ফিরে আসা
কবিতা তো অজ্ঞানতা থেকে জ্ঞানপ্রাপ্ত হওয়া
কবিতা তো বোধি বন্দনার মাধ্যমে
কবিতা তো সত্যকে
কবিতা তো জ্ঞানকে
কবিতা তো ঈশ্বরকে প্রার্থনা করে।
ঈশ্বর কবিতা ছাড়া শিল্পের অন্য কোন মার্গ
বুঝেন না, চিনেন না...
এজন্যেই প্রার্থনার আর এক নাম কবিতা ।