কোন ফুল ভালোবাসো তুমি আমি জানিনা
তবে জেনেছি নাম তোমার জুঁই ফুল
কোন রঙ ভালোবাসো তুমি আমি জানিনা
তবে দেখেছি চোখ দু'টি তোমার জলপাই বাহার
যা দেখে বার বার প্রেমে পড়ে
পৃথিবীর সব রাজসিক প্রেমিকের সমাজ ।
কোন পাখির গান তোমার মাতৃভাষা আমি জানিনা
কোন ঝরা পাতার সন্তাপ
তোমার দু:খ বেদনা আমি জানিনা
তবে আমি শুনেছি মুখের ভাষা তোমার
ভজন গায়েন মীরার ভজন
তবে আমি শুনেছি মুখের ভাষা তোমার
চির দু:খি যমুনার তাপিত ধারা ।