হৈমন্তিক প্রণত প্রার্থনা শেষে আমন ধান কাটা হলে
একটি একাকী পাখি ধ্যানী চঞ্চু মেলে তাঁর
কৃষকের প্রাণে আনুক অলৌকিক সুখের জোয়ার ।
হৈমন্তিক প্রণত প্রার্থনা শেষে আমন ধান কাটা হলে
একটি একাকী পাখি উড়ে আসুক অন্নপূর্ণা হয়ে ।
হৈমন্তিক প্রণত প্রার্থনা শেষে আমন ধান কাটা হলে
একটি একাকী পাখি উড়ে আসুক দু:খ ভঞ্জনা হয়ে ।
ভুলিয়ে দিক কৃষকের জীবনের সমূহ অভাব
ভুলিয়ে দিক কৃষকের প্রাণের সমূহ বিষাদ ।
হৈমন্তিক প্রণত প্রার্থনা শেষে আমন ধান কাটা হলে
একটি একাকী পাখি নির্ভীক হোক
একটি একাকী পাখি দৃঢ়প্রতিজ্ঞ হোক ।
হৈমন্তি প্রণত প্রার্থনা শেষে আমন ধান কাটা হলে
একটি একাকী পাখি ডিমের খোলস ভেঙে
মুক্ত আলোয় বেরিয়ে আসুক
অন্ধকারের জরা মৃত্যু ভুলে বসুক ।
হৈমন্তিক প্রণত প্রার্থনা শেষে আমন ধান কাটা হলে
একটি একাকী পাখি আধিবাস্তুবাদী ভুলে
ফিরে পাক আলোর সুগতি ।