সন্তরণে মাছেদের আশ্চার্য নাছে
হৃদয়ে নি:শব্দে জলের সংগীত বাজে ।
সন্তরণে মাছ ভাসলে জলে
বস্তুত হাঁস পাখি উড়ে আসে
পুকুরের পাড়ে শিকারের লোভে
বস্তুত তখন করুণ দৃশ্যে সংকটাপন্না মৎসরা
প্রশিক্ষণরত ডুবুরির মতো গভীর জলের
তলদেশে হয় অদৃশ্য ।
তখন আমার নিরিহ হৃদয়ে
হটাৎ উদিতো হয়
অথিতি পাখিটির ক্ষুদার্থ মুখ
তখন কেঁদে ওঠে কেঁপে ওঠে
আমার বিষম বুক ... ... ... ।
রোমান্সের খুন দেখতে গিয়ে
শিকারি পাখিটির ঠোঁটে
দেখতে হয় তার সকরুণ মুখ ।