আজ সকালে বহুকাল পরে
তে-মাথা পথের ধারে
এক জোড়া ঘুঘু পাখি দেখলাম
এক জোড়া ঘুঘু পাখি তাদের রক্তপ্রবালমুখী
দুই জোড়া চোখ  
যেন মাটির মোহরে বাঁধা ।  

কল্পনার হাত দিয়ে
মাটির ছাঁচ থেকে আমি তুলে আনি
কালো অন্ধকার কিংবা হিতৈষী
সুন্দর শোভন আকাশের মতো নীল নয়
কেবল পৃথিবীর ইতিহাশে
তুমুল রক্তক্ষয়ি যুদ্ধের মতো
ভারত মিথলজির সব শ্রীখন্ড  
শহর নগর ভাষা ও দ্রোহের মতো
কেবল রক্তপ্রবালমুখী দুই জোড়া
লাল পাথরের চোখ আমি তুলে  আনি ।

কতনা অনার্য কতনা সন্তাপিত
কতনা বুনো বনভূমি
কতনা আলোড়িত ম্যানগ্রোভ বন
কতনা ব্যাকুল ঝাউবন ঘুরে
শ্রীরাধের হৃদয়ের মতো
সুশোভন পায়রা দুই টি এসেছে উড়ে
এই শিশির প্রতীম সবুজ ঘাশের দেশে ।  

এ কবির এ পথিকের চোখের পাতায় জমেছিলো
বেদনা বোধের যত দু:খ
বেদনা বোধের যত ধুলো
তা-সব মুছে দিয়ে
সুন্দরতম ও সুন্দরতমা পায়রা দুটি
এ চোখের এ দু:খের দেশে
এনে দিলো অমরাবতীর অনুভুতি ।  
তিমিরতা মুছে দিয়ে এ চোখের এ দু:খের দেশে
এনে দিলো আদিগন্ত আলো আর আলো ।