আমার কাছে জ্ঞান হইলো মৃগতৃঞ্চার মতো
তাই আমার বুক শেলফে এখনো তুলে রাখি
যিশু,  প্লেটো, চার্বাক ফ্রয়েড
আমার কাছে জ্ঞানই হইলো ঈশ্বর
আমার কাছে জ্ঞানই হইলো একমাত্র আরাধ্য
আর একমাত্র জ্ঞানের মুকুরেই প্রতিফলিতো হয়
ঈশ্বরের রুপ
জ্ঞান ঈশ্বরকে দেখার একমাত্র দর্পন ।

সেদিন শ্রাবণের শনিবারে আকাশের
যাযাবর মেঘগুলো গলে গলে
যখন ঝরছিলো করুণ বৃষ্টি হয়ে
সেই হীরের টুকরো বৃষ্টির ফোঁটার দোহায়
সুর্যের ঘুর্ণিমান বাতি
যেমন নির্মান করে দিন
রজনীর অন্ধকার যেমন নির্মান করে নক্ষত্রের আলো
তেমনি হে জ্ঞানের তাপস -
তোমার তপোবলে তুমি আমার জ্ঞানকে
আল্লাহর আলোয় আলোকিত করে দাও  
আল্লাহর আলোয় নির্মান করে দাও  
আমার অন্তরের প্রজ্ঞাময় বাতি ।

হে জ্ঞানের তাপস
অই দেখো সমুদ্রের ফেনার মতো
গোধুলীর সন্ধ্যার আকাশে উড়চ্ছে শাদা শাদা পাখি
এভাবেই  একদিন পৌরাণিক গ্রীকের পথে পথে
শাদা পোশাক পরিহিত অগণন সফিস্ট হাঁটতো...  
এখনো তাঁরা উত্তরাধিকার হয়ে
বসত করে আমার চেতনালোকে
এখনো জ্ঞান আমার কাছে পৌরাণিক আশ্চার্য
হে জ্ঞানের তাপস দোহায় তোমার
তোমার তপোবলে তুমি আমার চেতনালোকে
বসবাসরত সফিস্টদের জ্ঞান
আল্লাহর আলোয় আলোকিত করে দাও ।