হে কেশবপুরি
তুমি এসেছিলে ঊষার লগ্নে স্বপ্নে আমার
তুমি এসেছিলে ভারত শ্রেষ্ট আমির খসরুর
আওলীয়াদের শানে মুর্শিদী গানে ।
তুমি এসেছিলে পিপুলের গাছে
তোতাপাখিটির আল্লাহ বোল মধুর সংগীতে
তুমি এসেছিলে মধুকুপি ঘাশের মিষ্টি সুবাশে ।
তুমি এসেছিলে গৌরি জননী মেধাবিনীর
রাগ দরবারে আনান্দ ভৈরবীতে ভোরের রেওয়াজে
তুমি এসেছিলে হরিতকী বনে
গৃহত্যাগি জোছনা হয়ে ।
তুমি এসেছিলে ভাগিরথ হয়ে
হিমালয়ের পথ ধরে...
তুমি এসেছিলে অশোকের মুলে
ধ্যান মগ্ন এক যুবরাজ হয়ে ।
তুমি এসেছিলে উষার লগ্নে
আর্য সত্য হয়ে ।
তুমি এসেছিলে সত্য যুগের সুর্য প্রতীম হয়ে ।
তুমি এসেছিলে ভোরের বেলা
ঝিলের জলে পদ্ম শালুক হয়ে ।
তুমি এসেছিলে জাহাজের নাবিক
ধর্মজাযক হয়ে
তুমি এসেছিলে আরব্য বণিক
কুরাণের ফোরমান হয়ে
তুমি এসেছিলে নুরের তাপস অন্তর্যামি হয়ে ।