তোমার ধ্যানে বসলে
আমার দু:খের পদাবলী
তরতাজা রক্তজবা হয়ে ফুটে ওঠে
তোমার ধ্যানে বসলে
আমার হৃদ-দহে উড়ে গাঙচিল
তোমার ধ্যানে বসলে
আমার হৃদ-দহে ফিরে পাই
কলমি ও কস্তুরীর, কুমোদীনীর জলজ ঘ্রাণ
তোমার ধ্যানে বসলে
আমার হৃদয়ের রক্ত ক্ষরণ
ফিরে পাই লাল গোলাপের পুষ্পবোধ ।
তোমার ধ্যানে বসলে
আমার নি:সঙ্গ কাব্য ফিরে পাই
মরমের মনোজ সংলাপ
ফিরে পাই অলীক শব্দমালা
ফিরে পাই অনন্তের অলংকার
তাই তোমার ধ্যানে বসি
তোমাতে নতজানু হয়ে
দু:খের কুহকে মেতে
বার বার ছুটে যাই
তোমার অন্ত:পুরে...
আমার মননের মোহিত ক্ষরণ
তোমাতে খুঁজে পাই জীবনের সংশয়হীন বোধ