আমি জানি, কায়কোবাদ মহাকবি
শ্বাশ্বত এক কবির আত্মা
তবু শোনো আমি বলি
কায়কোবাদ কবির মতো নহে
তোমার শব্দরা যেনো গড়ে উঠে
কোন এক মার্কিনী কবির ঢঙে
প্রণয়ের মধুমাখা বিষের মতোন ।
সমকাল পায়ে ফেলে অতিতে ফিরে গেলে
কবির হৃদয় হতাশায় হতাশায় খাবে শুধু ধরা
আমি চাই বিদেশ বিভুঁয়ে তুমি কেবল
সহজ এক পাথর হও
না হও শ্রাবণ
তোমারে আঘাত করে ঘাতক আহত হোক
তুমি থাকো অক্ষত
তোমারে আঘাত করে শ্রাবণ আসুক নেমে
তুমি থাকো আকাশলোকে হাসির রাজন