ছাগল চরানো মেয়ে
যুগল কুসুমে তুমি থরো থরো অনুপমা
মুখখানি তোমার চোখ দু'টি তোমার
জোছনার গাঙচিল ।
রজনীর অনিদ্র মাধুরী তুমি
পূর্ণিমার পূর্ণপোমা নির্মলা সুন্দরী ।
ছাগল চরানো মেয়ে
অবিদ্যার রঞ্জনা তুমি নিসর্গের দিব্যা শক্তি
অংকুরিত বীজ ও ধানের সবুজ মঞ্জুষার মতো
তুমি ঈশ্বরের সকল সৃজন ।
ছাগল চরানো মেয়ে
তুমি অকৃষি গোচাণভূমির রাখালি
তুমি সাক্ষাৎ শ্রীমতি
তুমি শ্রী হঁরির হাতে জলবাঁশি
তুমি ছলছলানো মেঘবালিকার হাসি ।
ছাগল চরানো মেয়ে
তুমি সুউচ্চ কাঞ্চনজঙ্গার দেশে মরাল পংক্তির মেঘে
ঝরে পড়া ঝর্ণাজল
তুমি ঝরলেই পৃথিবীর বুকে প্রাণ ফেরে
তুমি ঝরলেই পৃথিবীর পেটে ফুঁটে ওঠে
যুঁইফুল জলপাইবাহার ।
ছাগল চরানো মেয়ে
অবিদ্যার রঞ্জনা তুমি কুসুমের মনোজ্ঞ এষণা ।
ছাগল চরানো মেয়ে
তুমি প্রমত্তার প্রবাহ আর অশ্রুসজল যমুনার মতো
তুমি ব্যথিত বার্লিন আর সুহাসিনী লিথির মতো
কুমারের চরে ছড়াও পলিমাটির সুঘ্রাণ
কুমারের চরে গড়ো সমৃদ্ধ নগর ।
ছাগল চরানো মেয়ে
সবুজ বৃক্ষের দেশে তুমি
পাখি, বীজ, ধাবমান হরিণ
পথে পথে ছুটে ছুটে হেসে হেসে ফোঁটাও কুসুম
সবুজ বৃক্ষের দেশে তুমি
শস্যবিথীর পক্ষীমিথুন ।