আনজেলা আদোনিকা আমিও পড়েছি দীপা
আমিও শুনেছি মানুষের সমান
বড় সমুদ্রের মর্মযাতনা
নোংরা স্বৈরতন্ত্র আমাকেও
আঘাত করে
আমিও ঘৃণা করি হিটলার
মুসোলীন
মানুষের কলঙ্কিত মানুষের
ইতিহাস
কমরেড দীপা দেখো -
আমার কৃষক দাদুর রক্ত চুষে খেয়ে
পুঁজিবাদ বিশ্ব বাজার আজ হয়েছে
কত বড় ?
লোরকা স্বরণে লেখা
নেরুদার বিপ্লবী কন্ঠ
অবিশুদ্ধ কবিতা
আমাকে দিয়েছিলো
নতুন দু 'টি চোখ ।
আজ কমরেড দীপা
তুমি আর তোমার সতীর্থরা সোশ্যাল
ডিমক্রাসীর লাল পতাকায় মোড়ায়ে দিলে বিশুদ্ধ হৃদয়। সত্য ধারণের উত্তুঙ সাহস ।