রক্তবর্ণা দেবী অন্নপূর্ণা আমার জননী
আমি যে মৃত্তিকার বুকে ভুমিষ্ট হয়েছিলাম
সেই মৃত্তিকাছিলো এক বিজন ধ্যানী
আকাশের আলোকিত নক্ষত্রের সংগুপ্ত প্রেমী ।
তাই জন্ম থেকেই আমার কপালে
নক্ষত্রের আলোর মতো জ্বলে
অন্নপ্রদায়িনী ও ভব দু:খহন্ত্রীর রাজ তিলক
তাই জন্ম থেকেই আমার কপালে জ্বলে
সংহীতা, পদ্ম, অন্নদাকল্পের শারদা তিলক ।
তবু কেন জানি আমার মাঝে মাঝে মনে হয়
আমি যেন অন্ন সংকটে খাদ্যের অভাবে
না খেতে পেরে কোনদিন মারা যাবো
তবু কেন জানি আমার মাঝে মাঝে মনে হয়
ক্ষুদায় অনাহারে দাউ দাউ আগুনে জ্বলে ওঠা
আমারই পেটের আগুনে একদিন এই পৃথিবী পুড়ে যাবে
আমারই অনলে একদিন পুড়ে যাবে পুরনো বটের ভিটে
বৈঞ্চবের গানের আসর পুড়ে যাবে কবেকার অশোকের মুল
আমারই অনলে একদিন পুড়ে যাবে
জুঁই, চাঁপা, চামেলী ও গন্ধরাজের জয়শ্রী জীবন
আমারই অনলে একদিন পুড়ে যাবে ধবল দুহিতা -
দুগ্ধবতী গাভি
পুড়ে যাবে প্রবাহ নদীর জল
পুড়ে যাবে রাঙা গোলাপ আর আঙুরের অটল বন