দ্যাখো ! দ্যাখো ! বাহারি রঙের লাপিজ হাতে
ধ্যান মগ্ন এক অমল কিশোরী
অই দেখো আমাদের প্রাণের প্রিয় এক কীংবদন্তী
অই দেখো আমাদের প্রাণের প্রিয় এক কিউবিস্ট
অই দেখো এই সময়ের সেরা প্রিন্ট মেকার
অই দেখো আমাদের মাটি ও মৃত্তিকার
এক মমতাময়ী মৃৎশিল্পী ।
এক অমল কিশোরা অর্শাকে দেখো
দেখো তাঁর চিত্র শৈলী ।
দ্যাখো ! দ্যাখো ! কি সুন্দর আঁকচ্ছে মেয়েটি
আঁকচ্ছে গঙ্গামতীর তীরে সুর্যোদয়
আঁকচ্ছে সমুদ্রতটে ঝাউবন
আঁকচ্ছে বৃক্ষের আধিব্যাধি
বাতাশে দুলচ্ছে দ্যাখো মরা বৃক্ষের ডানায় হ্যারিকেন
ধুমায়িত কাঁচের হলুদ বর্তুলে
যেনো অনুরাধা যেনো বিশাখা নক্ষত্র ছড়াচ্ছে আলো
দ্যাখো ! দ্যাখো ! কি সুন্দর আঁকচ্ছে মেয়েটি
আঁকচ্ছে শালের মঞ্জুরী
আঁকচ্ছে কেয়াফুল
আঁকচ্ছে নয়নের তারা
আঁকচ্ছে কিশোলয়
আঁকচ্ছে কচিপাতা
আঁকচ্ছে নব পল্লব
আঁকচ্ছে অঙ্কুর
আঁকচ্ছে ইরাবতী
আঁকচ্ছে নদী ।
দ্যাখো ! দ্যাখো ! কি সুন্দর অই রঙের ফানুসটা
উড়ে গেলো অন্ধকারে... উড়চ্ছে...
চপল চঞ্চলা অই মেঘগুলো ধরবো নাকী
আমি আকাশে লাফিয়ে ?
সব কিছু কি সুন্দর ! কি সুন্দর প্রধূমিতো !
সব কিছু কি সুন্দর ! কি সুন্দর প্রশান্ত প্রণয়ন !
আহা! মেয়েটিকে কি যে ভালো আমার লাগচ্ছে !
আহা! হৃদয়ের গহনে যেনো আনমনে
এক আনম্র মৃগমায়া এক হরিণী
নিরবে নিভৃতে
ছিড়ে ছিড়ে ঘাস খাচ্ছে ... ... ...