তুমি জানো?
তোমার ছোঁয়া আমার অস্তিত্বে লেগে থাকে,
যেমন ভোরের শিশির লেগে থাকে ঘাসের ওপরে।

তুমি জানো?
তোমার নামটা আমার হৃদয়ে এমনভাবে লেখা,
যেন সাগরের বুকে আঁকা ঢেউয়ের মতো,
যা কেউ মুছতে পারবে না।

তুমি জানো?
তোমাকে পাওয়ার চেয়েও
তোমাকে অনুভব করাটা বেশি সুন্দর,
কারণ তুমি আমার শ্বাসে মিশে আছো,
আমার কবিতার প্রতিটি লাইনে ছড়িয়ে আছো।

তুমি শুধু মানুষ নও,
তুমি আমার গভীরতম অনুভূতি,
যা আমি লিখি,
আর পৃথিবী পড়ে।