আমি নদীর মতো বয়ে যাই,
শান্ত, অথচ গভীর।
বাইরে শান্তির ঢেউ,
ভেতরে অস্থির স্রোত।

পাহাড়ের মতো নিরব আমি,
উঁচু থেকে পৃথিবী দেখি,
তবে বুকের ভেতর জমে থাকা ব্যথা
শুধু বাতাসই বোঝেে।

আমি আকাশের মতো অসীম,
যতটা নীল, তার চেয়ে বেশি অন্ধকার।
মেঘের আড়ালে লুকিয়ে রাখা আমার কষ্ট,
বৃষ্টি হয়ে ঝরে পড়ে মাঝরাতে।

আমি গাছের মতো দাঁড়িয়ে থাকি,
শিকড় গভীরে পোঁতা,
তবু বাতাস এলেই নড়ে যাই।

প্রকৃতি যেমন নীরবে বেঁচে থাকে,
আমার মনও তেমনি
চুপচাপ, অথচ ভেতরে এক অসমাপ্ত যুদ্ধ।