যতই তুমি দেখাও ভয়
     আমি তো ভয় পাচ্ছি না,
এড়িয়ে তুমি যাচ্ছো কোথায়?
     তোমায় আমি ছাড়ছি না।

ভাবছো বসে, থামবো কবে
     ভুলছো আমার লজ্জা নেই,
সবার জীবন ছারখার করি
     তাই আছে এ চরিত্রেই।

একটুও যদি বললে কথা
     চড়ব তোমারই ঘাড়ে,
শান্তির মানে ভোলাবো তোমায়
     জ্বালাবো নাগাড়ে।

তোমার সুখে জ্বলছি আমি
     পুড়বো আমি জীবনভর ,
জ্বালায় তোমার রূপের বাহার
(তাই করব) তোমার জীবন কষ্টকর।

সুখের ছবি পাবে না আর,
     নিজেই খোঁজো সান্ত্বনা,
যতই তুমি তাড়াও আমায়
     মুক্তি তুমি পাচ্ছো না।