তোমারই চরণে করি অর্পণ, হে প্রিয়, মোর প্রাণ,
ধন্য আমি তব হৃদয়ে হয়েছি অধিষ্ঠান।
সতত মোর হৃদয় মাঝারে শুনি তব সংগীত,
বিশ্বমাঝে তোমারে লভিয়া সুখী আমি নিশ্চিত।
ধরণীর বুকে মরমীর বেশে খুঁজেছিনু আশ্রয়,
শূণ্য হৃদয় বুঝিতে না পারে নয়নের প্রশ্রয়।
জীর্ণ মননে হেরি নাই কভু তোমার হৃদয়পটে,
(যদি) জানিতেম হায় প্রাণনাথ, এতই সন্নিকটে।
মাঙ্গি নাই কভু অধমের তরে হে প্রভু ভগবান,
প্রিয়েরে পাইয়া শত জনমের দুঃখের অবসান।
তোমারেই চাহি চলিবার পথে, থাকি যেন আমরণ,
খুশী রব মোরা শত সন ধরি, সুখী মোরা দুইজন।।