সকাল কেটেছে কুয়াশাতে ঘেরা, বুঝিনি কখন বেড়েছে বেলা,
উজানে ভাটায় জীবন থেমেছে শূণ্যে,
পাইনা আমি পথের নাগাল, চেনা পথ জুড়ে দীর্ঘ দেওয়াল,
হারিয়ে গিয়েছি আমি জনঅরণ্যে।
হাতড়েছি আমি আঁধারের মাঝে, মুখ রাঙ্গিয়েছি নবীনের সাজে,
থমকে দিয়েছে ঠুনকো এককতন্ত্র,
চিৎকার করি, পাইনা তো সাড়া, পিছনে ফিরি, সাথে নেই তারা,
প্রতিবাদ আজ নাম পায় ষড়যন্ত্র।
বঞ্চনা জোটে, পাই লাঞ্ছনা, নিঃস্ব আমি সেই স্বান্তনা,
শুকনো লতাকে ভেবেছিনু বটবৃক্ষ,
ধীরে ধীরে ফিরি লক্ষ্যে আমার, আশ্রয় সেই চেনা কারাগার,
ভাবি মনে সবই হৃদয়ের বার্ধক্য।