হাওয়ার সাথে ভাসতে ভাসতে
উড়ছি কোথায় জানি না,
হয়ত সময় থমকে দাঁড়ায়
পথের হিসেব রাখি না।
দেখছি দূরে যতেক আলো
ছুটছে শহর ক্লান্ত,
চলছে রঙিন আলোর রেখা
যাত্রী পরিশ্রান্ত।
মিটমিট করে ধ্রুবতারা ওই
নাগালের মাঝে আয়,
ভাবছি আমি অনেক দূরে
ভেসে চলি দখিনায়।
চলতে থাকি থমকে আমি
থমকে আবহাওয়া,
লালচে আগুনে থাকছে আঁকা
শহরতলির ছায়া।
ধোঁয়ায় মিশে বিষাক্ত বীজ
হাওয়ায় উড়ছে ছাই,
একলা রাতে একলা আমি
কাব্যি লিখে যাই।