মেঘে ঢাকা ঐ ঘুমঘুম চাঁদ সাক্ষী
কখনও এই রাত্রিতে
কাহিনী শোনাই নিভৃতে।
ক্লান্ত চক্ষু, সিক্ত হৃদয়,
বিষণ্ণ আজ রুদ্ধ সময়,
ঐ যেন ডাকে কোন সে রাতের পক্ষী।।
দিব্বি দিতে পারি আমি জোনাকির,
জ্বলতে নিভতে বলে কথা কত,
চলতে পথে হয়েছি বিরত।
বিস্ময় ঘোর মনের অতলে,
পাথরকুচি দলি পদতলে।
পথ থেমে যায়, সামনে আঁধার প্রাচীর।।
(হয়ত) ভোরের ডাকে সারা দিতে চাও তুমিও,
পুব আকাশে রক্ত আভাস,
ঘ্রাণে পাই আমি তোমারই সুবাস।
তোমারই মিলন প্রতীক্ষায়
কাটছে রাত আজ কবিতায়।
শুনতে কি পাও? এই.. আমার ও...