জন্মের পর থেকে আজ পর্যন্ত,
ভাবনার সাম্রাজ্যের সীমানা অনন্ত।
হয়তো নই আমি ম্যাক্সিমাস,
নই আমি একিলিস বা হেক্টর!
হতে চাই বাবা-মার যোগ্য সন্তান,
সমাজের সরল সেবক, প্রিয়তমার প্রিয় বর!
ছিলনা শৈশবে এতটুকু দুশ্চিন্তা,
প্রিয় ছিল সবুজ, প্রিয় ছিল সাদা!
কৈশোর পেরিয়ে যৌবনে এসে,
হলুদ আর নীলে মিলে সবকিছু মায়ার গোলকধাঁধা!
ভেবে ভেবে চলে এলাম জীবনের মধ্যাহ্নে,
কি পেলাম, কিবা হারালাম,
আছে কি তার কোনো মানে?
সময় প্রবাহমান, মহাকাল কথা হয়,
জীবনের নানা গল্পে, ছন্দ মিলিয়ে,
আনন্দ অথবা নিরানন্দে, স্মৃতিচারণ জেগে রয়!
ভাবনাগুলে কখনো সতেজ,
কখনোবা মিষ্টি, কখনো তেঁতো!
ভেবে ভেবে বেলা হলো পার,
এত ভেবে কি হয় বলোতো?
সুন্দর, সাবলীলভাবে ভাবতে শেখা কলিযুগে নয়কো সোজা,
কুৎসিত ভাবনাগুলো লাগাম পরিয়ে মনকে দেয় পৈশাচিক মজা।
ভাবনা হোক প্রগতির জন্য,
ভাবনা হোক নির্মল-অনাবিল।
ভাবনার সাম্রাজ্যের সম্রাট ভেবে,
কখনো যেন না হয় কোন গরমিল!
ভাবনা ছিল, আছে, চলবে!
রঙীন পরশে, মোহিনী আবেশে,
ভাবনার সম্রাট হৃদয়ের কথা বলবে!
বেঁচে থাক সুন্দর ভাবনাগুলো সরল মনে,
নিপাত যাক কুরুচিপূর্ণ ভাবনাগুলো ডাস্টবিনে।
জয় হোক শত ভাবনার,
ঘুচে যাক সব বিভ্রাট,
চিরন্তন লালিত সাধু ভাবনায়,
আলোকিত থাকুক ভাবনার সম্রাট।