অতি আধুনিক জীবনটা যেন প্রবহমান এক টক্সিক নদী,
বিষাক্ত স্রোতে ভাসমান হৃদয়ের মাঝে যেখানে ভাসে ক্ষীণ আশা,
আজন্ম লালিত স্বপ্নগুলো হঠাৎ নীরবে-নিভৃতে-
ডুবে যায় বহুল প্রত্যাশিত তীরে পৌঁছার আগেই!
প্রাপ্তি-অপ্রাপ্তির এ ভাঙ্গা-গড়ার দোদুল্যমান নৌকায়,
অস্তিত্বের হাল চিরকাল যেন লাগামহীন দাঁড় টানে।
মনের বাড়িতে ফেরার পথে আশেপাশে অগণিত চেনা-অচেনা মানুষ,
একসাথে পথচলা, সৌহার্দ্য বিনিময়,
হাসির ফোয়ারা ছোটে, তবু দূরত্ব সীমাহীন।
মনের বাড়ি ফিরে দেখি দরজাগুলো বন্ধ,
কোথাও মেলেনা মনের মিল, শুধু অমিলের ছায়া,
কথার গভীরে রয়ে যায় গোপন বিষের রন্ধ্র।
যুদ্ধে নামছি যেন প্রতিদিন, জীবন যেন রণক্ষেত্র,
স্বপ্নের রঙ্গিন ফুলগুলো ভস্ম হয় ব্যর্থতার আগুনে।
বড় হতে গিয়ে শিখেছি, কখনোবা দেখেছি-
স্নেহের মোড়কে লুকিয়ে রাখে কুজনে মিছরির ছুরি!
এই শহর, এই আলো, এই কোলাহল,
সব কিছুতেই লুকিয়ে বিষাক্ত প্রহসন।
কথার ভেতর, হাসির অন্তরালে,
অপ্রাপ্তির নীরব বেদনাগুলোর ব্যর্থ আস্ফালন!
এর সমাধান কি? জানা কি আছে?
কি প্রয়োজন নিজেকে বাঁচিয়ে রাখা এ পর্বতসম কষ্টের মাঝে!
মনের শুদ্ধতায় বিষের জাল ছিঁড়ে, নিজেকে ভালোবেসে-
মৃত আশা থেকে বুকে সাহস নিয়ে উঠুন পুনর্বার দাঁড়িয়ে।
জীবনের এই টক্সিক স্রোতে তবুও খুঁজে নিতে হবে প্রশান্তি!
অল্প কিছু আলো, অল্প কিছু ভালোবাসা, প্রার্থনার মাঝে বেঁচে থাকুক নতুন আশা।
জীবনের গল্প বিষাক্ত হলেও মনের কোণে থাকুক নাহয় একটুখানি ভালো থাকার গান!
তাতেই বাঁচি, তাতেই রাজি, তাতেই নাহয় বাঁচুক টক্সিক এ আধুনিক জীবনের সম্মান।
২৭ জানুয়ারি, ২০২৫, সকাল ৮:৩০ মি.
উৎসর্গ: জীবনযুদ্ধে পরাজিত সকল মহারথীদের 🙏🏻