শুধু তোমার জন্য আজকের এই আমি,
বলা হয়নি কখনো তোমাকে সেটা জানি,
তোমায় দিতে চাই রোজ রাতে হামি,
এ উপহার জেনে রেখো সব থেকে দামী!
তোমার ঐ দুনয়নের ঘোর অমানিশা,
প্রতিনিয়ত অজান্তেই হারিয়ে যাওয়া,
সেই চোখের মাঝে, অপরূপ কোন সাজে,
মেঘলা আকাশেও খুঁজি রোদের ছায়া।
তোমার দুহাতের মায়াময় ছোঁয়া,
যেন মূর্ছিত হয়ে নিজেকে ফিরে পাওয়া,
তোমার প্রতি স্পর্শে জাগে প্রাণ,
তোমার কথা-মালায় জীবনের সুর, প্রেমময় গান।
তুমি আছো বলেই দিনটা রঙিন,
তুমি ছাড়া জীবন ধুলায় ধুসরিত মলিন।
তোমার হাসিতে মেলে নতুন ভোর,
তোমার প্রেমে বেঁচে থাকি, জাগে প্রেমের ডোর।
তোমার নামেই লিখেছি কবিতা,
তোমার নামেই গড়েছি স্বপ্নের ঘর।
তুমি আছো, তাতেই পূর্ণ আমি,
এই হৃদয়টা হয়েছে সাজানো বাসর!
তোমার জন্যই ধরা এতো সুন্দর,
তোমার জন্যই জীবন পেয়েছে মানে।
তুমি যদি থাকো পাশে,
হারানোর ভয় নেই এ মনে,
শুধু তোমার জন্য-
এক জীবন আরেক জীবনকে কাছে আনে!
উৎসর্গ: Sagufta Roy Dia 🥰
সময়: রাত ১০টা, ২৩ জানুয়ারি, ২০২৫!