সংসার মানে তলাবিহীন ঝুড়ি,
যতই ভরুন, ভরে না কিছুই!
হাতে হারিকেন ধরে আশায়-
স্বপ্নের পথ খুঁজি রোজি।
এক হাতে বোনা সুখের জাল,
অন্য হাতে জড়িয়ে দুঃখের শিকল!
জীবন সুতোর মিহি ছাঁকনিতে,
আটকে আছে যেন অভাবের বাকল!
যতই লিখুন হিসেবের খাতা,
মেলে না যোগ, বাড়ে ঋণের ভার!
সুখের ছায়া সেতো দুরাশা-
চোখের পলকে কেবলই থাকে অভাবের আঁধার!
এক হাতে প্রচেষ্টা, অন্য হাতে ঘাম,
তবু সংসার দেয় না শান্তি!
স্বপ্নগুলো ধুলোয় গড়াগড়ি,
শুধুই বেঁচে থাকার সংগ্রাম আর ভ্রান্তি!
দৈন্যতা সিদ্ধ হয় ভাতের হাঁড়িতে,
তবু মুখে হাসি এঁকে যায় রোজ!
বুকের ভেতর জমে থাকে জ্বালা,
গোপন রাখি বেদনাময় সংসারের খোঁজ!
আশার বাতাসে আগুন জ্বলে,
দাবানলের মতন সংসার দহে।
তবু এই আঁচে পুড়তে পুড়তে,
নতুন ভোরের আশায় মন ভরে!
কখনো কি পাবো একটুখানি,
শান্তির ছায়া, নির্ভার স্নেহ!
নাকি এ দাবানল জ্বলবে চিরকাল,
সুখের খোঁজে মরবে জীবনবাহী দেহ!
৩০ মার্চ, ২০২৫! দুপুর ২টা!