স্বপ্ন দেখি এক চিলতে জমির,
যেখানে কালো গোলাপের চাষ করবো!
চারদিকে যে কুৎসিত পরিবেশ,
লাল গোলাপ গুলোর মর্যাদা আর থাকলো কই!
স্বপ্ন দেখি একটি ক্যানভাসের,
যেখানে হেইডিসের হাস্যোজ্জ্বল ছবি আঁকবো!
জিউসের বজ্র কিংবা পোজাইডনের ত্রিশূল,
আজ হেইডিসের সন্তান ক্রাকেন এর কাছে পরাজিত!
স্বপ্ন দেখি একটি মনের,
যেখানে নিষ্ঠা আর শুদ্ধাচারের চর্চা করবো!
আজকাল অর্থের বিনিময়ে যা বিক্রি হয়,
তার চর্চা করাটা কি উচিত নয়?
স্বপ্ন দেখি একটি বিকালের,
মিষ্টি রোদে সুচিস্নাত হবে এ দেহ!
গ্লোবাল ওয়ার্মিং এর উত্তাপটা নাহয় সইলাম,
কালো টাকার গরম যে আর সয়না প্রভু!
স্বপ্ন দেখি একটি দিনের,
যে দিন প্রাণ খুলে হাসবো, বাঁচবো!
আজকাল হাসতে বড় কষ্ট হয়,
বাঁচার আশাটা নাহয় থাকুক চিরদিনের মতো!
১৩ নভেম্বর, ২০২২, বিকাল ৫টা!