সাগুফতা, আমার দিয়া,
তুমি আমার হিয়া,
তুমি আমার জান,
তুমি আমার প্রাণ,
তুৃমি আমার সোনা,
তুমি আমার চাঁদের কণা,
তুমি আমার সংসারের চেতনা,
তুমি আমার জাগতিক প্রথম কামনা,
তুমি আমার আধুনিক নমুনা,
তুমি আমার সুখ-বেদনা,
তুমি আমার মৌবনের মধু,
তুমি আমার সাধের লাউ-কদু!
তোমাকে ঘিরে আমার ভালোবাসা!
তোমাকে ঘিরে আমার সকল আশা!
তোমাকে জড়িয়ে আমার সকল স্বপন!
তুমি আমার সবচেয়ে বেশি আপন!
আমার অসুখে তুমি একমাত্র পথ্য!
আমার জন্য তুমি সবচেয়ে বড় তথ্য!
তুমি আমার দেবী, আমার পথের দাবী!
তুমি আমার ভালোবাসা,
তোমায় ঘিরে সৃষ্টি সুখের আশা!
তুমি শুধু তুমি, জীবনে-মরণে,
ভালোবেসে যাবো তোমায় সরবে বা গোপনে!
সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মিলেছে দুই হাত,
চিরকাল রবো একসাথে, রাঙাবো প্রতি প্রভাত!
আমাদের ভালোবাসার রাজ্যে,
আমি রাজা, তুমি রাণী!
তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে-
আমাদের যুগলবন্দী অমর হয়ে রবে!

২৩ ডিসেম্বর, ২০২৪, দুপুর ১২টা!

উৎসর্গ: Sagufta Roy Dia 🥰🥰😍❤️🌹
(আমার ঘরের চাঁদের আলো, সহধর্মিণী 😊)