জীবন নামের রঙ্গমঞ্চ,
কত-শত নাটকের রাশি!
প্রতিটি মানুষ এতে কুশীলব,
নিত্য অভিনয়ে রত-
কখনো হাসি, কখনো কান্না,
দুই হাতে অভিনয়ের বাঁশি!
পরতে পরতে বদলে যায় প্রেক্ষাপট,
কখনো লং শট, কখনো বা ক্লোজ শট!
কখনো ক্লাইমেক্স, কখনোবা রোমান্স,
কখনো ফাইট, কখনোবা হিট সং, সাথে ডান্স!
একপাশে ব্যর্থতা, অন্যপাশে বিজয়গাথা!
সুখ-দুঃখ মিলে জমে ওঠে জীবনের কথা!

মঞ্চের রঙীন আলোয় মুখোশ পরে চাটুকারিতা,
হাসি-ঠাট্টায় ঢেকে রাখে লুকানো ব্যথা!
সাফল্যের পথে তোশামদ সুরে বাজে,
নেতা হোক বা সাধারণ, সবাই এই সাজে!

কেউ ধূর্ত বাজিকর, কেউ নীরব দর্শক,
কেউবা হয়ে ওঠে সিনেমার পরিচালক!
বাস্তবতার মাঝে এই অভিনয় আর কতো?
মঞ্চের বাইরে নিজেকে খুঁজে পায় বড়ই আশাহত!

তবু জীবন থেমে থাকে না,
সময় বয়ে যায়, রঙ্গ চলতে থাকে!
সুখের মিছে মায়া বুকে নিয়ে-
হৃদয়ে বয়ে চলা দুঃখের ঢেউ ঢাকে!
কখনো নায়ক, কখনোবা ভিলেনের বেশ,
জীবনের এই  সুবিশাল কর্মময় রঙ্গমঞ্চে-
সবার অভিনয় এভাবেই একদিন  হবে শেষ!

হে মানব, ভাবো একটুখানি,
মঞ্চের আলো নিভলে থাকবে কি পরিচয়?
সত্যের পথ ধরে, করো নিজেকে প্রকাশ,
রঙ্গমঞ্চের রঙ্গেও ফুটে উঠুক আপনার স্বরূপ মহাশয়!

Merry Christmas!
25 December, 2024! Time: 4:15am!
উৎসর্গ: জীবনযুদ্ধের রঙ্গমঞ্চের সকল কুশীলবদের!  🙏🏻🌹