অরুণাভ আকাশে আজ-
দুর্বিনীত কড়াল শব্দের শোনা যায় ঐ আর্তচিৎকার!
মানুষ রূপী পিশাচ মাঝে-
জেগে উঠেছে আধুনিক বর্বরতার প্রহার!
সভ্যতার আলো; সে তো নিভে গেছে বহুদিন-
সজীব আত্মার শূন্যতায় চলছে নিষ্ঠুর কোলাহল দিন।
কুশিক্ষার বীজ বুনেছে বিষাক্ত মাটি,
সেখানে বুদ্ধি নয়, অপঘাতের লাঙল চাষে-
জন্মায় অজ্ঞানতার ঘাঁটি।
ধর্মের নামে ধর্মব্যবসায়ীরা চালায় রক্তের খেলা;
শান্তির বাতাসে সে লহু মিশে-
হয়েছে অপমৃত্যুর নব কারবালা!
কুসংস্কারের জালে বন্দী মনুষ্য চেতনা,
সত্যের পথ হারিয়ে, ভুলিয়ে মানবতা-
আজ অযাচিত,রিক্ত, স্বার্থপর কামনা!
যুদ্ধবাজরা দামামা বাজায়,
গড়ে তোলে ক্ষমতার নীলকুঠি,
রক্তমাখা রাজপ্রাসাদে অস্ফুট স্বরে কাঁদে,
মিছে মায়ার করুণ ভ্রুকুটি।
শান্তির বারতা আজ হারিয়েছে পথ,
উপদেশ হয় কেবল ছলনার মত!
রুচির দুর্ভিক্ষে ভাঙছে নৈতিকতার বিজয়গাঁথা,
প্রাচীন ঐতিহাসিক বর্ণালীময় সোনালী অতীত ভুলে,
সভ্যতার কথামালা খুঁজে পেয়েছে চরম ব্যর্থতা!
আজ সভ্যতা অসংজ্ঞায়িত!
আজ সভ্যতা পরিচয়হীন!
মৃত বিবেক নিয়ে সামনে দাঁড়ায়,
যেন গড়ে তুলেছে পর্বতসম ক্লাসিফাইড ঋণ!
মানুষ যদি না জাগে অন্তরের আলোয়,
সভ্যতার গল্প বিলীন হবে ধ্বংসের কালোয়!
তবে এখনো সময় আছে-
জাগ্রত চেতনার বহ্নিশিখার আলোয়,
জাগো হৃদয়, জাগো সভ্যতা!
মানবতার মশাল জ্বালাও,
আনো স্বকীয়-উদার-অকুতোভয় পরিচয়!
বর্বরতা, কুসংস্কার করো বিদায়,
শান্তি আর ভালোবাসায় গড়ে তোলো-
সংজ্ঞায়িত সভ্যতার নববারতা!
২২ ডিসেম্বর, ২০২৪; রাত ৮:১৫ মিনিট!