আজ কি বার?
কেন? এ প্রশ্ন কেন?
রবিবার হতে একটি দিনের অপেক্ষা-
কবে শুক্রবার আসবে!
আজ কি রান্না হবে?
বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে!
ভুনা খিচুড়ি আর সবজীর অপেক্ষা-
সাথে বেগুন ভাজা; জিভে জল এসে যাচ্ছে!
আজ কত তারিখ?
মাসের অর্ধেক গেলেই পকেট প্রায় ফাঁকা!
বেতন কবে যে পাবো সেই অপেক্ষা-
বাজারদরের আগুনে পুড়ে নাভিশ্বাস উঠেছে।
আজ কোন ঋতু?
এত গরম আর সয়না গতরে!
শীত তুমি কবে আসবে এ অপেক্ষা-
তীব্র দাবদাহে বপু-কায়া নীরবে কেঁদে মরে!
আজ জীবনের কোন পথে হাঁটছি?
সত্য ও ন্যায়ের পথে চলছে যারা-
স্রোতের বিপরীতে চলা দুর্গম অভিযাত্রী!
তাদের সাথে একি কাতারে সদা থাকার অপেক্ষা-
এ আশায় জীবনের শত যাতনা ভুলে বুক বেঁধেছি!