মন কি যে চায় বলো, কেউ কি তা জানে?
নদীর মতো বয়ে চলে অজানার টানে।
সকালের শিশির, বিকেলের আলো,
স্বপ্নের রঙ মিশে যায় হৃদয়ের আদলে।
চায় কি সে নীড়, চায় কি সে মায়া-
নাকি ফিরে পেতে চায় অজনার কায়া!
চায় কি সে ভালোবাসা, চায় কি সে গান-
নাকি নীরবতার মাঝে খুঁজে আপন প্রাণ!
মেঘেরও চাওয়া আছে, বাতাসেরও ব্যথা,
কিন্তু মনের যে চাওয়া সেতো অব্যক্ত কথা!
যতই তাকে ধরতে চাই, চলে দূরে দূরে-
আলোর মতো ছুটে চলে স্বপ্নের সুরে!
মন কি যে চায় বলো, কেউ কি তা জানে?
সাগরের ঢেউ যেমন সৈকতে এসে ভাঙে!
আবার ফিরে ধেঁয়ে যায় দূর অজানায়,
মনও তেমনি সদা স্বপ্নে বিভোর রয়!
মন বুঝি চায় ভালোবাসা মাখা নীরব সন্ধ্যা,
কখনোবা চায় একাকীত্বের শান্ত হিয়া!
কখনোবা চায় রোদের সোনালি উষ্ণতা,
কখনোবা বৃষ্টির ছোঁয়ায় ভিজে যাওয়া ব্যাকুলতা!
এক পলকে হাসে, এক পলকে কাঁদে,
অনন্ত চাওয়ার মাঝে সে নিজেকে বাঁধে!
মন কি যে চায় বলো, কেউ কি তা জানে?
সারাটি জীবন কেটে যায় তারই অনুসন্ধানে!
২৮ মার্চ, ২০২৫! সকাল ১০টা!