চকলেট নেবেন, চকলেট!
চকলেট দেবেন, চকলেট!
আজ হ্যাপি চকলেট ডে!
চকলেট আদান-প্রদানের দিন!
দিয়েছেন কজনকে আজ চকলেট-
পেলেন বা কজনার থেকে আজ চকলেট!
চার্লি এন্ড দি চকোলেট ফেক্টরী সিনেমায়,
গোল্ডেন টিকেট পাওয়া গিয়েছিল চকলেট এর সাথে!
আজো চকলেট হাতে পেলে,
চকলেট লাভার আবালবৃদ্ধবনিতা আনন্দে মাতে!
আছে ক্যাডবেরী, আছে কিটকেট,
আছে স্নীকার্স, আছে লিন্ডেট!
আছে হট চকলেট, আছে হোয়াইট চকলেট,
আছে ডার্ক চকলেট, আছে হেজেলনাট!
আছে টুইজলারস, আছে হার্সেছ,
আছে মিল্কা, আছে কিন্ডার,
আছে গোডিভা, আছে টবলেরন!
এত বাহারী বিদেশী চকলেটের ভিড়, এরা কত দামী!
তাদের মাঝে আজো আবেদন কমেনি-'আজীজ মিমি'!
চকলেট খেলে দাঁতে পোকা হবে-
একথা বলে কোনদিন কি লাভ হবে?
চকলেট খেয়েছি আগে, এখনো খাই, আরো খাবো!
নিজের খুশি বিলিয়ে দিতে চকলেট বিলি করবো!
জন্মদিনে, প্রথম দেখায়, ডেটিং কিংবা মধুক্ষণে-
উপহার হিসাবে চকলেট দারুণ সিলেক্টিং অপশনে!
শিশুর আনন্দ, কিশোরের হাসি,
যুবার ক্রেজ, মধ্যবয়সী বিলাসী!
হাতে থাক চকলেট, হৃদয়ে ভালোবাসা!
বেঁচে থাক আনন্দ, নতুন দিনের আশা!
৯ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৯:১৫।