আকাশে দেখা দিল ক্রিসেন্ট চাঁদের আলো,
খুশির বন্যা চারিপাশে মধুরতা ছড়ালো,
সংযমের মাসের শেষে মনটা ভরে ওঠে সুখে,
ঈদ এলো ভাই, এলো খুশি এ ধরাতে!
সুন্দর পোশাকে শিশুরা সাজে,
নতুন কাপড় পড়ে পরিপাটি সবাই,
প্রাণে প্রাণে ভালোবাসা, দেয় কোলাকুলি-
আনন্দময় স্পর্শে ভুলে যাই দুঃখ-যন্ত্রণা তাই!
সুস্বাদু খাবারের সুবাস হাওয়ায়,
মসজিদ জুড়ে আনন্দের রব,
নামাজের সেজদার মাঝে প্রশান্তি,
সকলের প্রার্থনা আর দয়া অন্তরেতে।
শুভেচ্ছার বারতা ছড়িয়ে দেই,
গরিব-দুঃখীর পাশে থাকি,
ঈদের খুশি সকলের মাঝে,
ভালোবেসে পথ চলি।
আজকের এই খুশির দিনে,
বাজছে সানাই, ডিজে-ফোক-রক!
আনন্দের সাথে সবাইকে জানাই,
নিরন্তর শুভেচ্ছা আর ঈদ মোবারক!
৩১ মার্চ, ২০২৫! রাত ৮টা!