আজি খরতাপে, কোন অবেলায়-
মন শুধু খুঁজে যায় গো তোমায়!
ওগো দখিনা বাতাস তুমি হে কোথায়?
পথ ভুলে কি হারিয়েছো দূর অজানায়!
দখিনা বাতাস বুঝি বয়ে যাবে মৃদু সুরে,
প্রকৃতির বুকে ছন্দ-লয়ে মাতাবে তার নুপুরে।
পল্লবের মৃদু দোলায়, ফুলের মধুর গন্ধে,
মন ভেসে যাবে তার সাথে সুদূরে, অজানার আনন্দে।
কোকিলের কুহু কুহু ডাক,
আর শত পাখির মধুর কাকলিতে,
দখিনা বাতাস সাথে করে বয়ে আনে
সেই বহু আকাঙ্ক্ষিত প্রেমেরই পয়গাম!
তরুণ-তরুণীর মনে বুঝি জাগলো নতুন আশা,
দখিনা বাতাসে ভেসে চলে হৃদয়ের ভালোবাসা!
ধানক্ষেতে দোলে সোনালী শীষের মেলা,
বাতাসের স্নিগ্ধ ছোঁয়ায় নদী বয়ে যায়!
জীবন হয়ে ওঠে রঙিন, নানা স্বপ্নে ভরা,
দখিনা বাতাসের ছোঁয়ায় হৃদয় মাতোয়ারা।
দখিনা বাতাসের মিষ্টি মধুর দ্যোতনা,
প্রকৃতি ও প্রাণে আনে নতুন প্রাণ-ভোমরা।
এসো হে দখিনা বাতাস-
খরতাপে দগ্ধ যত ভেজাও সে প্রাণ,
মিটাও তিয়াসা, গেয়ে যাই একি সুরে-
দখিনা বাতাস জড়িয়ে নেক প্রেমের বাহুডোরে।
২৫ মার্চ, ২০২৫! বিকাল ৪টা!