আজ সকালটা তোমার জন্য,
ভাবছি প্রতিটি সকাল কেন নয়!
আজকের সকালে তোমাকে বড় বেশি মনে পড়ছে, অনুভবে প্রতিদিন সকালে মন তেমাকেই চায়!
আজ দুপুরের খাবারটা একসাথে খেতে চাই,
প্রতিদিন দুপুরে একা একা খেতে আর ভালো লাগেনা!
আজ বিকেলের রোদটুকু একসাথে গায়ে মাখি চলো,
প্রতিটি বিকেল যেন কাটে হাতে হাত রেখে,
দূরে দূরে আর অভিমান করে থেকোনা!
আজকের সন্ধ্যায় তারার মেলা বসবে দুটি হৃদয়ে,
উৎসারিত হোক প্রেমের ধারা!
আজকের রাতে চাঁদের স্নিগ্ধ আলোয় সুচিস্নাত হোক,
জেগে থাকুক মুখোমুখি চেয়ে থাকা যুগল নয়নতারা!
প্রতিটি ক্ষণে, প্রতিটি স্পর্শে,
শয়নে-স্বপনে, আধোজাগরণে,
তোমাকেই অন্তরে দিয়েছি আসন,
ওহে প্রাণনাথ, ওহে বৃন্দাবনেশ্বরী,
মধুর দিনলিপির প্রতিটি মুহূর্তে,
রাসলীলার মধুময় আবাসন।
সময়ঃ সকাল ৯টা, ১১ ফেব্রুয়ারী, ২০২২, আরডিএ, বগুড়া, বাংলাদেশ