ভোর ৫টা হতে ৬টা,
এলার্ম বাজে কয়েক ধাপে,
শরীর চায় আরো আরাম,
হয়েছে অলসতা নামের নতুন ব্যারাম!
সকালের নাস্তা তৈরি করো,
দুপুরের লাঞ্চ প্যাকেট করো,
নিজেকে পরিপাটি সাজিয়ে,
ঠিক ৮ টায় অফিসের গাড়ি ধরো!
৯-৫টা অফিস করো,
অফিসে নানা কার্য করো,
কাজের জন্য নানা মন্তব্য ফ্রী,
অফিসের কাজ করাটা অতি জরুরী!
ভাগ্য ভালো হলে অফিস টাইম শেষে,
ফেরা যায় বাড়ি কিছুদিন,
বেশিরভাগই ভাগ্যহীন,
ওভারটাইম ফীছাড়া-
ওভারটাইম চলে প্রায় প্রতিদিন!
বাড়ি ফিরে ক্লান্ত দেহ,
ভালো লাগেনা কিছু,
তবুও পরিবার, সংসারের মোহ-মায়া,
তাড়িত করছে জীবনের জুজু!
কেউ ভাবেনা কারো কথা,
সময় কোথায় এত ভাবনার,
জীবনের পাগলা ঘোড়া,
ছুটেছে লাগামহীন, শান্তি দরকার!
কোথাও নেই শান্তি,
জন্ম থেকেই জ্বলছি!
বড় ক্লান্ত এ নরদেহ,
জীবন বড় মর্মান্তিক।
২৮ আগস্ট, সকাল ৯:১৫ মি: