একটি দিনের কথা বলতে চাই-
যেদিন মনে থাকবে নির্মল আনন্দ!
মাথায় থাকবেনা কোন কিছু করার চিন্তা,
জীবন হবে বৃষ্টির অবারিত ধারার মতন সরল।
দিনের শুরুটা হবে আলোকের মতন তেজস্বী,
দিনের শেষটা হবে আঁধারের মতন মায়াবী!
একজন বন্ধুর কথা বলতে চাই-
যার সাথে চাইলেই সব খুলে বলা যায়!
যার হৃদয়ে নেই পরশ্রীকাতরতা, হিংসা,
নেই পারস্পরিক প্রতিযোগিতার আশা,
আছে বিপদে ঝাঁপিয়ে পড়ার চেতনা,
আছে দুর্দিনেও পাশে থাকার মানসিকতা।
একজন অভিভাবকের কথা বলতে চাই-
যার ভেতর আর বাহিরের রূপ সমান্তরাল।
যার মাঝে পক্ষপাতিত্ব নেই,
যার মাঝে সত্যকে প্রতিষ্ঠা দেবার মানস আছে।
যার কাছে পাওয়া যাবে একটু ভরসা,
যার দিকনির্দেশনা হবে সুচিন্তিত, চলার পথের পাথেয়।
একজন জীবনসঙ্গীর কথা বলতে চাই-
যার সাথে কাটানো প্রতিটি ক্ষণ হবে অনন্য!
যার মনন-স্বপন হবে পারস্পরিক শ্রদ্ধার বাতাবরণ,
যার থাকবে ধৈর্য্য, যার থাকবে শৌর্য,
থাকবেনা দাম্ভিকতা, থাকবেনা মিথ্যা অহংকার,
থাকবে পারস্পরিক বিশ্বাস, থাকবে সহযোগিতাী আশ্বাস!
বলতে চাওয়ার এ গল্প হয়তো হবেনা শেষ!
চাই বাস্তবতার আলোকে বলতে পারার সঠিক পরিবেশ!
১৫ এপ্রিল, ২০২৩, সন্ধ্যা ৭:৩০ মিনিট