জমিতে থাকতে আমার দর কেজি প্রতি সাত-আট টাকা!
এর পর অনেক হাত বদলে যখন আমাকে বিক্রি করা হয় তখন আমার দর কেজি প্রতি চল্লিশ টাকা মাত্র!
আমার দাম কত গুণ হলো? পাঁচ গুণ!!!
হে ভাই, আমি ভীষণ দামী ফল তরমুজ সাহেব বলছি!
ফার্মে আমার তেমন কদর নাই, দেয়া হয় হার্ড মেটাল খাবার হিসাবে খেতে!
আমি দেশি জাত নই, তাও এদেশে পেলামনা অতিথি পাখির সম্মান!
আমাকে নিয়ে টিভিতে এখন আলোচনা হয়, বাজার রেখেছি গরম!
আমাকে খেলে নাকি শরীরে নানা অসুখ হতে পারে, তাই একসময় আমার দাম ছিল কেজি প্রতি একশত বিশ!
সেই আমি এখন ডাবল দামী, কিনতে গেলে ঘাম বেরিয়ে যাবে তোমার, যাদের ইনকাম হালাল!
হে ভাই, আমি ভীষণ দামী ব্রয়লার মুরগী বলছি!
আজো সেই একিভাবে পাবলিক বাসে ঝুলে অফিস যাই, ঝুলে বাড়ি ফিরি!
আজো অফিসে যেয়ে বস আর কেরানী এই দুই মেরুর দাপটে পিষ্ট হয়ে অনিচ্ছায় বলি স্যরি!
অফিসটা কেবল ওদের, যারা ধান্দা করতে পারবে!
ধান্দা না করলে, স্রোতের বিপরীতে চলা বড় কঠিন হয়ে যাবে!
'এমন করলে চাকরি করতে পারবেন না', 'এ চাকরি আপনার জন্য নয়'- এসব কম্প্লিমেন্ট সদা পাবেন ফ্রী!
হে ভাই, আমি কম দামী ছোট চাকুরী করি!
তরমুজ সাহেব, ব্রয়লার সাহেবদের দাম বাড়ে,
তাদের নিয়ে কত আলোচনা, ব্রেকিং নিউজের সমাহার!
বাড়েনা শুধু আমার মতন স্রোতের বিপরীতে চলা আমজনতার বাজার দর!
বাড়ে হৃদয়ের চাপা কষ্ট, চুপিসারে কাঁদে নিয়তির হাহাকার!
৮ এপ্রিল, ২০২৩, দুপুর ২ ঘটিকা।