আমার পরাণে যাহা চায়,  
সে কি শুধু দূরের স্বপ্নের মায়া?  
ছোঁয়ার আগে মিলায়ে যায়,  
আবার আসে, ভেসে যায় কাব্যের ছায়া!

চাই যে ছোট্ট সুখের ঘর,  
সেখানে থাকবে ভোরের আলো,  
নীরব চোখে জমা হবে-
হৃদয়ের অতলে লুকানো ভালো।  

চাই যে সহজ কথা,  
চাই জীবনের প্রেমময় আবেগ,
যেখানে নেই কোনো রাখ-ঢাক!
একটু হাসি মুখে কিংবা ভেজা চোখে-
পাই যদিবা মনের সুখ,
সেটাই প্রাপ্তি, সে-ই বড় ভাগ!

আমার পরাণে চায় বৃষ্টি,  
বর্ষণস্নাত সেই শ্রাবণ-দিন,  
চাই হতে রোদের রং মেখে-
হেঁটে যাওয়া নির্ভার নবীন।  

কিন্তু পাই কি সবই হাতে?
পাই কি পরাণে যা চায়?
থাকে শূন্যতা, ব্যথার রেখা!
অপ্রাপ্তির ধুলোমাখা পথে-
সুখের গান কভু বেজে ওঠে,
মাঝে মাঝে পাই তার একটুখানি দেখা।  

যা পাই, সে তো অমূল্য,  
যা হারাই, সেটাও আরাধ্য-
এই মিশ্র সুরেই বেঁচে থাকা,  
স্বপ্নে লেখা হৃদয়-কাব্য।  

আমার পরাণে যাহা চায়-
সে তো শুধু আনন্দে বাঁচার তৃষ্ণা,  
নিতান্ত সহজ, সত্য, মানবিক, সাত্ত্বিক জীবন,
অন্তরে বাঁধা এক শুভ্র জৈবিক ইচ্ছা।

২২ মার্চ, ২০২৫, সকাল ৯টা।